গণতান্ত্রিক যুব ফোরামের বন্দর থানা ও চাঁদগাঁও থানা শাখার কাউন্সিল সম্পন্ন

“পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের একমাত্র স্থায়ী সমাধান” এই শ্লোগানে আজ শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) গণতান্ত্রিক যুব ফোরাম-এর বন্দর থানা শাখা ও চাঁদগাঁও থানা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে বন্দর থানা শাখার সদস্য সদয় চাকমার সঞ্চালনায় ও চাঁদগাঁও থানা শাখার সভাপতি শ্যামল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শুভ চাক, শ্রমিক ফ্রন্টের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিজয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিটন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক রিতা চাকমা প্রমুখ। 

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে সরকারের নীলনক্সার শেষ নেই। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাকর্মীদের দমানোর চেষ্টা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ফলস্বরূপ বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক জিকু চাকমাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিসত্তাসমূহের অস্তিত্ব ধ্বংসের দ্বারপ্রান্তে।  বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় পর্যটনের নামে ও সেনা ক্যাম্প সম্প্রসারণের নামে বেআইনিভাবে জায়গা বেদখল করছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ও ভূমি বেদখলের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে জীবন চাকমাকে সভাপতি, রুদ্র চাকমাকে সাধারণ সম্পাদক ও বিপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বন্দর থানা শাখার নতুন কমিটি এবং উজ্জ্বল চাকমাকে সভাপতি, সুজিত চাকমাকে সাধারণ সম্পাদক ও রনি মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট চাঁদগাও থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

গণতান্ত্রিক যুব ফোরামের মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শুভ চাক গঠিত নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *