খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধের খন্ড চিত্র

নিজস্ব প্রতিনিধি।। দীঘিনালায় সেনা হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ)-কে হত্যা ও মহালছড়ির মাইসছড়িতে পাহাড়িদের নির্মিত ঘরে সেটলারদের অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ’র ডাকে আজ ২১ মার্চ ২০২২, সোমবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন উপজেলায় অবরোধের কিছু চিত্র তুলে ধরা হলো:

খাগড়াছড়ি শহরে প্রবেশ গেট এলাকা
খাগড়াছড়ি সদর এলাকায় ভোর ৬টায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করছে পিকেটাররা
খাগড়াছড়ি শহরের ব্যস্ততম সড়ক চেঙ্গীস্কোয়ার এলাকা
খাগড়াছড়ি সদরের জামতলি এলাকার চিত্র
পানছড়িতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে পিকেটাররা
পানছড়িতে অবরোধ সফল করতে পিকেটিং
গুইমারা-মাটিরাঙ্গা এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন পিকেটাররা
মানিকছড়িতে অবরোধের চিত্র। মহামুনি বাস স্টেশন, কলেজ গেইট , জামতলা, পিষ্টতলা, তিনটহরী উচ্চ বিদ্যালয় গেইট সহ বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালায় পিকেটাররা
রামগড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ পালন করেছে পিকেটাররা
অবরোধের সমর্থনে দীঘিনালায় গাড়ি শূন্য রাস্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *