খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইউপিডিএফের শ্রদ্ধা জ্ঞাপন

শহীদ বুদ্ধিজীবী দিবসে খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্র্রদ্ধা জ্ঞাপন করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিট।

আজ ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের স্বর্নিভরে ইউপিডিএফের জেলা কার্যালয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ব্যানারে লেখা ছিল-‘ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন’।

এতে শ্লোগান ছিল- ’৭১-এ কুকিছড়া-বাঙ্গালকাটি-তারাবন্যা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই, পাক হানাদারের দোসরদের রেহাই নেই, শায়েস্তা করুন।

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ইউপিডিএফ’র খাগড়াছড়ি সদর উপজেলার নেতৃবৃন্দসহ পিসিপি, ডিওয়াইএফ, এইচডব্লিউএফ এর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জ্ঞাপন শেষৈ শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *