রাঙামাটির সাজেক ইউনিয়নের শুকনোছড়া গ্রামে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ইন্দ্র চাকমা, পিতা- কমল চাকমা ও লিটন চাকমা, পিতা- শান্তি জীবন চাকমা।
জানা যায়, গতকাল বুধবার (১২ আগস্ট ২০২০), দুপুর ১টার সময় একদল সেনা সদস্য গিয়ে উক্ত দুই গ্রামবাসীর বাড়ি তল্লাশি চালায়।
কি কারণে এ তল্লাশি চালানো হয়েছে তা জানা যায়নি।
তবে তল্লাশির পরও সেনারা অবৈধ কোন কিছু উদ্ধার করতে পারেনি। পরে সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।