খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলীতে ইউপিডিএফ ও পিসিপি-যুব ফোরাম কর্মীদের উপর সেনা ও তাদের পোষ্য মুখোশ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর ২০২১) সকাল ৯টার সময় দুল্যাতলী ইউনিয়নের নভাঙ্গা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে ইউপিডিএফ ও পিসিপি-যুব ফোরামের ৫ জন কর্মী সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। যাবার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনা পালিত মুখোশ সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অতর্কিতে ব্রাশফায়ার করে। এতে কোন রকমে পালিয়ে গিয়ে তারা নিজেদের রক্ষা সক্ষম হন।
হামলার সময় দুল্যাতলী সেনা ক্যাম্পের একটি সেনা দল ঘটনাস্থলের পাশে অবস্থান করে সন্ত্রাসীদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। ঘটনার পর সেনারা সশস্ত্র সন্ত্রাসী দলটিকে একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীছড়ি উপজেলা সদরের দিকে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সন্ত্রাসী দলটির মধ্যে জ্যোতিষ দেওয়ান ও শ্যামল কান্তি চাকমা মূল নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, উক্ত মুখোশ সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি উপজেলা সদরের সেনা জোনের পাশে অবস্থান করে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না।