নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা সাজেকের বাঘাইহাট বাজার কমিটির একটি ইট ও বালু বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদা দাবির প্রতিবাদ জানিয়ে বাঘাইহাট বাজারের দোকানপাট বন্ধ রেখেছে বাজার কমিটি। এতে স্থানীয় লোকজন বিপাকে পড়েছেন।
জানা যায়, আজ মঙ্গলবার (২ আগস্ট ২০২২) সকালে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা দীঘিনালায় বাঘাইহাট বাজার কমিটির ইট ও বালু বোঝাই একটি ট্রাক আটকিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু বাজার কমিটির পক্ষ থেকে এত টাকা দিতে রাজি না হলে সন্ত্রাসীরা ট্রাকটি আটক করে রাখে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে বাঘাইহাট বাজারের দোকানপাট সম্পুর্ণ বন্ধ রেখেছে বাজার পরিচালনা কমিটি।
এদিকে বাজারের দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এলাকার লোকজন। তারা কাঁচামালসহ প্রয়োজনীয় জিনিসপত্র বেচা-কেনা করতে পারছেন না বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল বিষয়টি সুরাহা না হওয়া বাজার বন্ধ থাকবে বলে জানান।