রাঙামাটিতে বাড়িওয়ালা সুজন বড়ুয়া কর্তৃক এক জুম্ম স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

অভিযুক্ত সুজন বড়ুয়ার সংগৃহীত ছবি

রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় বাড়িওয়ালা সুজন বড়ুয়া কর্তৃক এক জুম্ম স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৬ ডিসেম্বর ২০২১ ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ওই স্কুল ছাত্রী ভাড়া বাসা খোঁজার জন্য দেবাশীষ নগর এলাকায় গেলে ঐ এলাকার বাসিন্দা বাড়িওয়ালা সুজন বুড়ুয়ার সাথে তার দেখা হয়। এ সময় সুজন বড়ুয়া তার বাড়িতে রুম খালি আছে বলে ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং বাসাও ভাড়া দেয়।

ভিকটিম ছাত্রীর অভিযোগ, গত ৬ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৩টার দিকে বাড়িওয়ালা সুজন বড়ুয়া তার কক্ষে ঢুকে মুখ চেপে ধরে চুপ থাকার জন্য হুমকি দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিন (ছাত্রী) কোনমতে সেখান থেকে পালিয়ে গিয়ে তার বন্ধু-বান্ধবদের ঘটনাটি জানায়। পরে তার বন্ধু-বান্ধবরা তাকে উদ্ধার করে।

ঘটনার পরদিন ওই শিক্ষার্থী এলাকার মুরুব্বীদের কাছে সুষ্ঠু বিচার চাইলেও নিজের জীবনের ঝুঁকির ভয়ে থানায় মামলা করেনি।

সামাজিক বিচারে অভিযুক্ত সুজন বড়ুয়া ঘটনাটি স্বীকার করেছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাঙামাটি শহরে বাসা ভাড়া খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার হতে হয়। ফলে, প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে পড়তে আসা জুম্ম শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *