গত ১৪ই জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭.৩০ এর দিকে দুর্বৃত্তরা মানিকছড়ি আর্মি ক্যাম্পে হামলা চালায়, সুত্র থেকে জানা যায় তারা প্লানিং করে ২০-৩০ জন মিলে মানিকছড়ি আর্মি ক্যাম্প কে মানিকছড়ি শিবির এলাকা থেকে হেলিকপ্টার টিলা পর্যন্ত ঘিরে ফেলে।
দুর্বৃত্তকারিরা তাদের দুইজন সঙ্গি যারা গত দিন ১৩ই জানুয়ারি অস্ত্র সহ ধরা পরার পর আর্মি রিমান্ডে ছিল তাদের মুক্তির জন্য দাবি জানায়।
তাদের দাবি নাকচ করায় তারা এলো-পাথারি গুলি চালানো শুরু করলে সেনাসদস্যরাও তাদের দিকে গুলিবর্ষণ করে। এই হামলায় সেনা সদস্যদের ৩ জন সৈনিক আহত হয়। আহত সৈনিকদের একজনের অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না বলে জানায় সেনা কমান্ডার।
এর পাশাপাশি আর্মি হেফাজত এ থাকা অস্ত্র চোরাচালানকারি একজনের হাসপাতালে মৃত্যু এবং দুর্বৃত্তকারিদের ছয়জনের আহত হওয়ার কথা জানা গেছে। এই হামলার পর থেকে মানিকছড়ি, মহামুনি, তিনটহরি সহ গচ্ছাবিল এলাকায় ১৫-১৬ই জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ১৪৪ধারা জারি করেছিল প্রশাসন। এমতাবস্থায়, মানিকছড়ি বাজারে থমথমে অবস্থা বিরাজমান।
এই ঘটনার কারণে মানিকছড়ি বাজারের ব্যবসায়ী এবং জনসাধারন খুবই ক্ষিপ্ত। এতে করে তাদের সধারন জীবনযাপনে বাঁধা হয়ে দাড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছেন জনসাধারণ।