খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কংজ মারমা (২৪), পিতা- মংহ্লা মারমা নামে এক নিরীহ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২০) দিবাগত গভীর রাতে তাকে নিজ থেকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে বাটনাতলী ক্যাম্পের কমাণ্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহর নেতৃত্বে একদল সেনা সদস্য মানিকছড়ি-রামগড় উপজেলার সীমান্তবর্তী গ্রাম সিন্দু পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা নিজ বাড়ি থেকে কংজ মারমাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটক কংজ মারমাকে শারীরিক নির্যাতনের পর আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে অস্ত্র গুঁজে দিয়ে ইউপিডিএফ কর্মী সাজিয়ে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তি একজন সাধারণ গ্রামবাসী। সেনাবাহিনীর সদস্যরা গভীর রাতে বাড়ি থেকে তাকে ঘুম থেকে তুলে আটক করে নিয়ে গেছে। সম্পুর্ণ মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।