মানিকছড়িতে মাদকের প্রভাব বিস্তার

আজ ১৫ই ফেব্রুয়ারী ২০২০ইং জানা যায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে একজন রোগীকে আনা হয়, খুব করুন অবস্থা তাঁর।

খবর জানতে পেরে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে খবর নিয়ে দেখা যায় রোগীর নাম মোঃ রিয়াজ (১৬)। মানিকছড়ি উপজেলাতেই তাঁর বাড়ি। সে রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। তাকে আজ সকালে খুব মুমুর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়। উপজেলা সাস্থ্যকমপ্লেক্সের কার্যরত ডঃ মোঃ মহিউদ্দিন থেকে জিজ্ঞাসাবাদে জানাযায় তাঁর অবস্থা ভাল না সে যে কোনো মুহূর্তে মারা যেতেপারে। কারণ জানতে চাইলে ডাক্তার বলেন যে তাঁর উচ্চরক্তচাপ খুব বেশি, তাঁর শরীরের মধ্যে যে লক্ষণ দেখা দিচ্ছে তা কিছুদিন আগে আরো ২ জন এর মধ্যে পাওয়া যায়। আমি খোলাসা করে জানতে চাইলে ডাক্তার বলে যে অতিরিক্ত নেশার কারণে এই পরিনতি হয়েছে তার। কোন ধরণের নেশা করার কারণে তাদের এইরকম অবস্থা হতে পারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে ইয়াবা, হেরোইন টাইপের অর্থাৎ মেটাএমফিটামিনের অতিরিক্ত গ্রহনের কারণে হয়েছে।

মানিকছড়িতে এই নিয়ে ১০ থেকে ১২ জন রোগী যারা সবাই ১৫ থেকে ১৮ বছর বয়সের, সবাই মানিকছড়ি উপজেলার বাসীন্দা। বর্তমানে মানিকছড়িতে মাদকের প্রভাব দিন দিন বেড়ে চলছে। অপরদিকে প্রশাসনিকভাবে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে সেই দিন দূরে নেই যেখানে আপনার আমার আমাদের সকলের পরিবারের কেও না কেও মাদকের কবলে পরবে।

সুতরাং, নিজেও সতর্ক হোন এবং আশেপাশের সকলকে মাদকের ব্যাপারে সতর্ক করুন। মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *