খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরি রঞ্জন দে’র বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। যৌন হয়রানির শিকার ওই ছাত্রী ইতোমধ্যে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ ওঠা শিক্ষক হরি রঞ্জন দে সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক।
অভিযোগে জানা যায়, ভিক্তিম ওই পাহাড়ি ছাত্রী সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। শিক্ষক হরি রঞ্জন দে তাকে রসায়ন ও জীব বিজ্ঞান দুটি বিষয়ে স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ার ফাঁকে শিক্ষক হরি রঞ্জন দীর্ঘদিন যাবত স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন বলে ছাত্রীর অভিযোগ।
ওই ছাত্রী আরো অভিযোগ করেন উক্ত শিক্ষকের কাছে শুদ্ধভাবে এ্যাসাইনমেন্ট জমা দিলেও ভুল হয়েছে বলে বারবার হয়রানি করতেন।
সর্বশেষ গত শনিবার (২৫ সেপ্টেম্বর) ওই ছাত্রী শিক্ষক হরি রঞ্জন এর কাছে এ্যাসাইনমেন্ট সংশোধন করতে গেলে কক্ষের ভেতরে ছাত্রীকে একা পেয়ে জড়িয়ে ধরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। অবস্থার বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে আসেন বলে জানান ওই ছাত্রী। পরে ঘটনাটি বাবা-মাকে জানালে শিক্ষক হরি রঞ্জন এর বিরুদ্ধে প্রধান শিক্ষকের বরাবর ঘটনার শিকার ছাত্রী লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে বলেন, এ্যাসাইনমেন্ট এর কভার পৃষ্টায় ভূল থাকায় ছাত্রীকে ডেকেছিলাম এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের এ্যাসাইনমেন্ট এর জন্য চাপ প্রয়োগ করেছিলাম। এটাই আমার কাল হয়ে দাড়িয়েছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই ছাত্রীর এ্যাসাইনন্টমেন্ট এর কভার পেইজে ভুল ছিলো, আমি নতুন করে লিখে নিয়ে আসতে বলেছিলাম। এছাড়া ওই ছাত্রীর সাথে তাঁর অন্য কোনো কিছুই হয়নি বলে জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং মং মারমা বলেন, ছাত্রীটি আমার কাছে এসে সহকারি শিক্ষক হরি রঞ্জন দে’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা ইতোমধ্যেই পরিচালনা কমিটির মিটিং ডেকেছি। অভিযোগটি যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।