বান্দরবানে এক জুম্ম নারীর ওপর সেটলারদের হামলা, মারধর

সেটলাররা ঘিরে ধরেছে মংমং হ্লা মারমাকে। ছবিটি ফেসবুক থেকে সংগৃহিত

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং এলাকায় মংমং হ্লা মারমা(৪২), পিতা- মংথুইখই মারমা নামে এক জুম্ম নারীর ওপর হামলা ও মারধর করেছে একদল বাঙালি সেটলার।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০২০) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে সেটলাররা লাঠিসোটা নিয়ে ওই নারীর ওপর হামলা চালাতে দেখা যায়।

জানা যায়, তৈন মোজাস্থ ২নং চৈক্ষ্যং এলাকার বাসিন্দা মংমং হ্লা মারমা গতকাল সকালে নিজের বাগানে কাজ করতে যান। দুপুর ২টার দিকে একদল বাঙালি সেটলার লাঠিসোটা হাতে সেখানে গিয়ে মংমং হ্লা মারমাকে নিজ বাগানে কাজ করতে বাধা দেয়। এক পর্যায়ে সেটলাররা তার ওপর হামলা চালায় ও মারধর করে। এমনকি তাকে ধর্ষণেরও হুমকি দেয় বলে তিনি অভিযোগ করে।

আবুল কাশেম পাড়ার বাসিন্দা মো. বাদল তার পরিবারের লোকজনসহ স্থানীয় কিছু সেটলারকে সাথে নিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *