রাঙামাটির বাঘাইছড়িতে গুলিতে জেএসএস-সংস্কারপন্থী গ্রুপের একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম রত্ন চাকমা ওরফে রতন (২০)। তিনি কাচলং কলেজ কমিটির নেতা বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়ায় সংস্কারপন্থীদের আস্তানায় গুলির শব্দ শোনা যায়। পরে রত্ন চাকমা নিহত হওয়ার খবর পাওয়া যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা কিভাবে এ ঘটনা ঘটেছে তা তারা নিশ্চিতভা্বে বলতে পারেননি।
এ ঘটনায় সংস্কারপন্থী দলের পক্ষ থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সদস্যদের দায়ি করা হলেও দলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে বলে তিনি জানিয়েছেন।