নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৪নং লতিবান ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় নব্যমুখোশ দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনী জনহয়রানিমূলক অপতৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ রবিবার (২৮ আগস্ট ২০২২) সকাল সাড়ে ১০টার সময় ৪০/৫০ জনের একদল সেনা সদস্য মিশরসহ কয়েকজন নব্যমুখোশ দুর্বৃত্তকে সাথে নিয়ে শীলাচার বনবিহার এলাকা ঘুরে শুকনাছড়ি পাড়ায় যায়। এ সময় মুখোশ সন্ত্রাসী মিশর এলাকার জনগণের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মুখোশদের সাথে নিয়ে সেনাবাহিনীর এমন হয়রানিমূলক অপতৎপরতায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বেলা ২:৩০টাঢ়) সেনাবাহিনী ও মুখোশ দুর্বৃত্তরা রামকানায় পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
এর আগে গত ১৮ আগস্ট দিবাগত রাত ২টার সময় দেওয়ান পাড়া সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য উক্ত এলাকায় গিয়ে ঘরবাড়ি ঘেরাও এবং ফাঁকা ব্রাশফায়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।