দীঘিনালায় বিহার ও ঘরবাড়ি নির্মাণ-মেরামতে সেনা নিষেধাজ্ঞার প্রতিবাদে পোস্টারিং

নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ও দীঘিনালা ইউনয়নে সেনাবাহিনী কর্তৃক বৌদ্ধ বিহার, ঘরবাড়ি নির্মাণ ও গৃহ নির্মাণ সামগ্রী আনয়নে সেনাবাহিনীর নিষেধাজ্ঞার প্রতিবাদে পোস্টারিং করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০২ জুন ২০২২) দীঘিনালা প্রতিবাদী যুব সমাজের উদ্যোগে বাবুছড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় হাতে লেখা পোস্টার লাগাানো হয়।

এসব পোস্টারে “ঘরবাড়ি, বিহার নির্মাণ মেরামতে সেনা নিয়ন্ত্রণ মানিনা; ঘর মেরামতে বাধা কেন, জবাব চাই; গৃহ নির্মাণ সামগ্রী নিতে বাধা দেয়া চলবে না; পাহাড়িদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ কর ; দীঘিনালায় ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ কর; দীঘিনালা বাবুছড়ায় জুম্ম উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ কর;  ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে ২০২২ দীঘিনালা উপজেলার বাবুছড়া ও দীঘিনালা ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা ৫নং বাবুছড়া ইউনিয়ন ও ৪নং দীঘিনালা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ঘরবাড়ি, বৌদ্ধ বিহার নির্মাণসহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনী কর্তৃক বাধা প্রদান ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *