নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারা-মাটিরাঙ্গা সদর এলাকায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের লাগানো পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
“পার্বত্য চট্টগ্রামে সেনা সন্ত্রাস বন্ধ কর” শ্লোগানে ইউপিডিএফ’র খাগড়াছড়ি ইউনিট থেকে এই পোস্টারটি প্রকাশ করা হয়। গতকাল শুক্রবার রাতে গুইমারা ও মাটিরাঙ্গা এলাকার বিভিন্ন স্থানে পোস্টারটি লাগানো হয়। আজ শনিবার (১৯ মার্চ) সকালে সেনারা গুইমারা ও মাটিরাঙ্গা সদর এলাকায় লাগানো পোস্টাগুলো ছিড়ে দেয় বলে জানা গেছে।
পোস্টারে ‘সেনা হেফাজতে শারীরিক নির্যাতনে নবায়ন চাকমার (সৌরভ) রক্ত বৃথা যাবে না, শত শহীদের রক্তবীজ থেকে জন্ম নেবে হাজারো সংগ্রামী যোদ্ধা’ এমন দু’টি শ্লোগানও রয়েছে।
পোস্টাটি প্রকাশের তারিখ রয়েছে ১৭ মার্চ ২০২২।