গুইমারায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা। তবে দূর থেকে গুলিবর্ষণ করায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

জানা যায়, আজ রবিবার (৯ জানুয়ারি ২০২২) সকাল ৯টার দিকে ইউপিডিএফ কর্মীরা আমতলি এলাকায় সাংগঠনিক কাজে গেলে সুলেন চাকমা ও নবীন চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী কিছুটা ‍দূর থেকে তাদের লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এ সময় সন্ত্রাসীদের সহযোগীতায় ডিজিএফআইয়ের দু’জন সদস্যও ছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইউপিডিএফের গুইমারা ইউনিটের সংগঠক তানিমং মারমা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *