
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজারের দক্ষিণে মার্কেটের শেডে রাতের আঁধারে জোরপূর্বক মানসিক ভারসাম্যহীন এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগে মো. আবু তালেব সাদ্দাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ধর্ষক আবু তালেব কারিগর পাড়ার মো. আঃ সালাম প্রকাশ সোনামিয়ার ছেলে।
গত শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
শনিবার বিকালে রাইখালীর ডংনালা থেকে পুলিশ অভিযুক্ত আবু তালেবকে আটক করে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারিগর পাড়া বাজারে দক্ষিনে মার্কেট শেড সংলগ্ন কাঞ্চন চৌধুরীর পরিত্যক্ত বসতঘরের সামনে গত ৯ই অক্টোবর ভোর রাতে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে স্থানীয় আব্দুস সালামের ছেলে আবু তালেব।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে শনিবার বিকাল সাড়ে ৫টায় ডংনালা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণ মামলা করা হয়। রবিবার সকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।