খাগড়াছড়ির এক ওয়ার্ড কাউন্সিলর গত ২১ আগস্ট ২০১৯ বুধবার একটি রিপোর্টে আদিবাসী শব্দ ব্যবহারের জন্য ডেইলি স্টারের এক প্রতিবেদকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম রানা, যিনি পার্বত্য অধিকার ফোরাম নামে এক আঞ্চলিক সংগঠনেরও সভাপতি, তিনি সংবাদপত্রটির বান্দরবানের প্রতিনিধি সঞ্জয় কুমার বড়ুয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলাটি দায়ের করা হয় জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে।
বাদী অভিযোগ করেন যে, সাংবাদিক ‘তিন আদিবাসী গ্রাম ভূমি বেদখলের সম্মুখীন’ (থ্রি ইন্ডিজেনাস ভিলেজেস ফেস ল্যান্ড গ্র্যাভিং) শিরোনামের প্রতিবেদনে পাহাড়ে শান্তি ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে উস্কানি দিয়েছেন।
মামলাটি রেকর্ডভুক্তির পর, আদালত চট্টগ্রাম পুলিশের তদন্ত ব্যুরোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ব্যাপারটি তদন্ত করা এবং একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। মন্তব্যের জন্য ফোনে অভিযোগকারীকে পাওয়া যায়নি।
সূত্র: দ্য ডেইলি স্টার, ২২ আগস্ট ২০১৯