অরুণাচল থেকে চার শতাধিক চাকমার ত্রিপুরায় আশ্রয় গ্রহণ

ডেস্ক রিপোর্ট।। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে অরুণাচল প্রদেশ থেকে গত এক সপ্তাহে প্রায় ৪ শতাধিক চাকমা পার্শ্ববর্তী উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের শান্তিপুর গ্রামের সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা সেখানে তাবু খাটিয়ে বাস করছে।

ইউএনআই এর বরাত দিয়ে thenortheasttoday.com এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থাটি আরো বলেছে, ভূমি দস্যুদের ষড়যন্ত্রের কারণে অরুণাচল প্রদেশের ভূমিহীন সংখ্যালঘু জাতির এই লোকগুলো হঠাৎ উচ্ছেদের শিকার হয়েছে।

ইতিপূর্বে ১৯৯৭ সালে মিজোরাম থেকে উৎখাত হয়ে ৪০ হাজার ব্রু জাতির লোক ত্রিপুরার ওই কাঞ্চনপুর এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। কেন্দ্রীয় সরকারের চেষ্টা সত্বেও তাদেরকে এখনো তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো যায়নি।

বিস্তারিত দেখুন:
https://thenortheasttoday.com/over-400-chakmas-from-arunachal-pradesh-take-shelter-in-tripura/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *