কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটির নান্যাচরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ সোমবার (২৫ অক্টোবর ২০২১) সকাল ১১টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন’র স্থানীয় শাখাসমূহ যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র নান্যাচর ইউনিটের সংগঠক গিরি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিগুলোর ওপর হামলা অত্যন্ত সুপরিকল্পিতভাবে হচ্ছে। এতে সরকারের কায়েমী স্বার্থবাদী একটি অংশ জড়িত রয়েছে। আর এসব হামলায় বিচার না হওয়ার কারণে দুর্বৃত্তরা বার বার হামলা করতে সাহস পাচ্ছে।
তারা আরও বলেন, সরকার দেশে নিরাপত্তার কথা বললেও প্রতিনিয়ত হামলার ঘটনা এখনো থেমে নেই। গতকাল কক্সবাজারের টেকনাফে চাকমা সম্প্রদায়ের ওপর হামলা, বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ করা হযেছে। এতে বেশ কয়েকজন চাকমা নারী-পুরুষকে কুপিয়ে জখম করা হয়েছে।
বক্তারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলা থেকে শিক্ষা নিয়ে নিজেদের মন্দির-বিহার, বসতভিটা ও জায়গা-জমি রক্ষার্থে সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে কুমিল্লসহ দেশের বিভিন্নস্থানে সংঘটিত হামলায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সকল সাম্প্রদায়িক হামলাও বিচার দাবি করেন।