শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে পাহাড়ি ছাত্র পরিষদসহ প্রগতিশীল ছাত্র সংগঠসমূহের সংহতি

স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে পাঁচদিন ধরে শ্রম ভবনে শ্রমিকদের অবস্থানে সমর্থন জানিয়ে আজ শনিবার (৩০ অক্টোবর ২০২১) বিকাল ৪টায় শ্রম ভবনের সামনে সংহতি সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সহ ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ‘র কেন্দ্রীয় নেতা রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. হারুন অর রশিদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, গণসংস্কৃতি ফ্রন্টের সদস্য সচিব মফিজুর রহমান লালটু, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা রিপন জ্যোতি চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল মুমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তামজিদ হায়দার চঞ্চল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ‘র সভাপতি মিতু সরকার এবং বিপ্লবী ছাত্র মৈত্রী ‘র সভাপতি ইকবাল কবির।

সমাবেশে বক্তারা বলেন, কোনোপ্রকার টালবাহানা না করে অবিলম্বে শ্রমিকদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করতে হবে এবং কারখানা খুলে দিতে হবে।

বক্তারা সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, যদি মালিক এবং সরকার শ্রমিকদের পাওনা টাকা অবিলম্বে পরিশোধ না করে, শ্রমিকদের এই আন্দোলনে ছাত্র-জনতা যুক্ত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তখন সরকার এবং মালিকপক্ষ কেউ-ই পালানোর পথ খুঁজে পাবে না।

উল্লেখ্য, স্টাইল ক্রাফট লি. এর শ্রমিক এবং কর্মচারীরা গত পাঁচদিন যাবত শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন। এখনো পর্যন্ত মালিকপক্ষ এবং শ্রম প্রতিমন্ত্রী কেউই শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তারা শুধুমাত্র বৈঠকের নামে কালক্ষেপণ করছে এবং শ্রমিকদের সাথে তালবাহানা করছে। অবস্থান কর্মসূচীর শুরুতে শ্রম প্রতিমন্ত্রী পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *