মানিকছড়িতে সেটলার কর্তৃক পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টা ও জখম করার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছলা ইউনিয়নের আচালং পাড়ায় গতকাল সেটলার মো. নূর হোসেন কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টা ও হামলা করে জখম করার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ জুলাই ২০২২) দুপুর ১:০০টায় রামগড় উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ রামগড় ইউনিটের সদস্য রাম ত্রিপুরা, পিসিপি রামগড় উপজেলা সভাপতি নয়ন চাকমা ও সদস্য পরনা ত্রিপুরা এবং গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলার সভাপতি  জার্মেন্ট ত্রিপুরা প্রমুখ।

বক্তারা সেটলার মো. নূর হোসেন কর্তৃক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টা ও হামলা চালিয়ে লাঠির আঘাতে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ওপর ধর্ষণ-নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে। সেটলার বাঙালিদের কারণে পাহাড়ি নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধী দুর্বৃত্তরা বার বার পার পেয়ে যায়। ফলে তারা এমন ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করতে সাহস পাচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নূর হোসেনকে গ্রেফতারপূর্ব দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *