নিজস্ব প্রতিনিধি।। রাষ্ট্রীয় গুমের শিকার হয়ে নিখোঁজ থাকা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধানসহ বিভিন্ন দাবিতে রাঙামাটির সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহ।
আজ ৯ এপ্রিল ২০২২, শনিবার সকালে মাইকেল চাকমা গুমের ৩ বছর উপলক্ষে আয়োজিত বিক্ষোভে অন্যান্য দাবির মধ্যে আরও রয়েছে, পাহাড় ও সমতলে বিনা বিচারে হত্যা-গুম বন্ধ করা, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেয়া, ছাত্র নেতা রমেল ও ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভ হত্যায় জড়িত সেনাদের গ্রেফতার ও বিচার।
আজ সকাল ১০টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে শান্তি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখা সভাপতি কালো বরণ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের আশা চাকমা।
বক্তারা বলেন, মাইকেল চাকমাকে গুম করা হয়েছে আজ ৩ বছর হলো। এর দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। কিন্তু সরকার এখনো তার কোন সন্ধান দিতে পারেনি। আমরা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান ও তাকে সুস্থভাবে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।
তারা অভিযোগ করে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে কোন প্রকার যুদ্ধাবস্থা বিরাজমান না থাকা সত্ত্বেও সরকার সেনা শাসন অপারেশন উত্তরণ জারি রেখে সেনাবাহিনী প্রতিনিয়ত গ্রেফতার, হত্যা-গুম, নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল করে পাহাড়ি উচ্ছেদের মতো জঘন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ১৫ মার্চ দীঘিনালায় সেনাবাহিনী ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভকে নির্যাতন করে হত্যা করেছে। এর আগে একইভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল নান্যাচর কলেজের ছাত্র ও পিসিপি নেতা রমেল চাকমাকে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইকেল চাকমা’র সন্ধানপূর্ক তাকে সুস্থভাবে ফিরিয়ে দেয়া ও পার্বত্য চট্টগ্রামে সকল প্রকার অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানান।
অপরদিকে, একই দাবিতে বাঘাইছড়ি উপজেলা সদর এলাকায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রিপন চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি রত্ন জ্যোতি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক নিউটন চাকমা।
বক্তারা বলেন, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গুমের ঘটনায় সরকারই জড়িত রয়েছে। যার কারণে তিন বছরেও সরকার মাইকেল চাকমার সন্ধান না দিয়ে পার্বত্য চট্টগ্রামে ইউপিডএফ’র ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।
বক্তারা মাইকেল চাকমাকে সুস্থভাবে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়া ও বিনা বিচারে হত্যা-গুম বন্ধ করা ও সেনাশাসন তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।