
নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয়সেন পাড়ায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মহালছড়িতে বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসী।
আজ বুধবার (৬ জুলাই ২০২২) ‘মহালছড়ি এলাকাবাসী’ ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে অবিলম্বে হামলা ও অগ্নিসংযোগের সাথে জড়িত সেটলারদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বক্তারা হামলা ও অগ্নি সংযোগের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আশে-পাশে উপস্থিত থাকলেও হামলাকারী সেটলারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার নামে নিয়োজিত বাহিনীগুলো সেটলার বাঙালিদের পক্ষাবলম্বন করার কারণে তারা বার বার পাহাড়িদের ওপর আক্রমন করে থাকে।
সমাবেশ থেকে বক্তারা ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানপুর্বক তাদেরকে নিজেদের জায়গায় ঘরবাড়ি নির্মাণসহ পুনর্বাসন করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে তারা সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে ফিরিয়ে নেয়ার দাবি করেন।