নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ি মহালছড়িতে রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষকতায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিলে করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।
আজ বুধবার (৬ জুলাই ২০২২) দুপুর ২টায় ‘পাহাড়ি উচ্ছেদে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বন্ধ কর’ শ্লোগানে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সদস্য নিকেল চাকমা ও দীঘিনালা উপজেলা সভাপতি অনন্ত চাকমা।
বক্তারা বলেন, গতকাল সকাল ১১ টার দিকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়সেন পাড়া এলাকায় মো. জয়দার, মো.শহীদুল, মো.জাহাঙ্গীর,মো.ইউনুস, মো. লিটন, মো. জাহেদুল-এর নেতৃত্বে ও মো. আজিজ মেম্বারের উস্কানিতে সেটলার বাঙালিরা সংঘবদ্ধ হয়ে পাহাড়িদের গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে অন্তত ৩৭টি পাহাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলের আশে-পাশে অবস্থান করলেও হামলাকারী সেটলারদের নিবৃত্ত করেনি। ফলে সাহস পেয়ে সেটলাররা পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে।
বক্তারা আরো বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পরেও পার্বত্য চট্টগ্রামে কখনো উন্নয়ন নামে, কখনো সেনা ক্যাম্প স্থাপনের নামে, কখনো পর্যটনের নামে, কখনো সড়ক নির্মাণের নামে ,কখনো সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখল করা হচ্ছে। নিজ ভূমি থেকে পাহাড়ি উচ্ছেদের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা শাসকগোষ্ঠীর এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় মদদে পাহাড়িদের জায়গা বেদখল বন্ধ করা, মহালছড়িতে অগ্নিসংযোগকারী সেটলার দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।