নিজস্ব প্রতিনিধি।। মহালছড়ি মাইসছড়ির ডিপ্পোছড়িতে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ মার্চ ২০২২) বিকাল ৩টায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম-এর গুইমারা মাটিরাঙা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়িদের নিজ ভূমিতে পরবাসী বানিয়ে রাখা হয়েছে। পাহাড়ে সেনাবাহিনীর উস্কানিতে সেটলার বাঙালিরা পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়।
সমাবেশ থেকে অগ্নিসংযোগের ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনার জড়িতদের আইনের আ্ওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।