মহান মে দিবসে শ্রমিক সমাবেশে বক্তারা : জাতীয়ভিত্তিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক।। মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তারা ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের সংগ্রামে নেতৃত্ব দিতে জাতীয়ভিত্তিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আজ ১লা মে ২০২২, রবিবার মহান মে দিবস উপলক্ষ্যে সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন’র সভাপতি ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশের শুরুতে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের সংগ্রামের প্রতি লাল সালাম জানিয়ে মে দিবসের গণসঙ্গীত পরিবেশন করেন মুক্তির মঞ্চের হেমন্ত দাষ।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা। সমাবেশ পরিচালনা করেন গার্মেন্টস মজদূর ইউনিয়নের সুমন মল্লিক।

সমাবেশে মে দিবসের সাথে সংহতি জানিয়ে কবিতা পাঠ করেন কবি হাসান ফকরি।

সমাবেশে ফয়জুল হাকিম গণতান্ত্রিক ও বিপ্লবী শ্রমিক সংগঠনসমূহের প্রতি জাতীয়ভিত্তিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের রাজনৈতিক সংগ্রামে শ্রমিকশ্রেণীকে নেতৃত্ব দিতে হবে। পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণ লুন্ঠন নির্যাতনের হাত থেকে জনগণের মুক্তি সংগ্রাম এগিয়ে নিতে হবে। 

প্রমোদ জ্যোতি চাকমা গুম, বন্দুকযুদ্ধের নামে হত্যা বন্ধের জোর দাবী জানিয়ে বলেন, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইকেল চাকমাসহ গুম হওয়া ব্যক্তিদের সুস্থ দেহে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিতে হবে।

তিনি উত্তরায় দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবীতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা জানান।

দেলোয়ার হোসেন ভোজ্য তেলের মূল্যবৃদ্ধিতে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, হাসিনা সরকার ব্যবসায়ীদের সেবা করে চলেছে। চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে।

দীপা মল্লিক শ্রমিক হত্যা শ্রমিক শোষণের বিরুদ্ধে সংগ্রামে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব মেনেই গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করতে হবে।

অমল ত্রিপুরা পাহাড় ও সমতলের শ্রমজীবী জনগণের একতা কামনা করে বলেন, মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশ শেষে এক মিছিল বিভিন্ন শ্লোগান দিয়ে রাস্তা প্রদক্ষিণ করে পল্টন মোড়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *