বেতছড়িতে সেটলার কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

রাঙামাটির নানিয়াচর উপজেলার বেতছড়ি দ্বিচান পাড়া মুখে (১৭ মাইল) সেটলার কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে আজ মঙ্গলবারও (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকালও এলাকার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছিল।

আজ সকাল ১০টায় নান্যাচর এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সুশান্তি কার্বারির সভাপতিত্বে ও রহিম চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন শংকর কার্বারি ও বর্ণ কুমার কার্বারি প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, জমি বেদখলের বিরুদ্ধে এলাকাবাসীর আপত্তি ও প্রতিবাদ সত্ত্বেও প্রশাসন সেটলারদের নিবৃত্ত করেনি। ফলে সেটলাররা সংঘবদ্ধভাবে আবারো উক্ত জমিটি বেদখলের লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার চেষ্টা করছে।

প্রশাসন সেটলারদের পক্ষাবলম্বন করে পাহাড়িদের জায়গা-জমি বেদখলে উস্কানি দিচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।
বক্তারা অবিলম্বে ভূমি বেদখল বন্ধ ও বেদখল চেষ্টাকারী সেটলারদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ২০১০ সালের ১৬ অক্টোবর রাঙামাটির বাসিন্দা মিন্টু চাকমা নানিয়াচরের তৈচাকমা মৌজাধীন বেতছড়ির দ্বিচান পাড়ায় শিখা মার (সঞ্জিতা চাকমা) কাছ থেকে এক লক্ষ ৭ হাজার ৫০০ টাকায় ২ একর ৫০ শতক জমি ক্রয় করেন। এই জমির আসল মালিক হলেন সঞ্জিতা চাকমার বাবা রবি চন্দ্র চাকমা।কিন্তু গত ৫ ফেব্রুয়ারি হাবিব নামে জনৈক সেটলার উক্ত জমিতে জোরপূর্বক একটি ঘর নির্মাণ করেন। এর বিরুদ্ধে প্রতিবাদ সত্বেও  তিনি গত ৭ ফেব্রুয়ারি আরও ১০ পরিবার বাঙালিসহ সেনাবাহিনীর সদস্যদের পাহারায় আবার সেখানে বাড়ি নির্মাণ করে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।

আপডেট:
এদিকে, দুপুরে প্রাপ্ত খবরে জানা গেছে, সেটলার বাঙালিরা সংঘবদ্ধ হয়ে আজ সকালে আবারো দ্বিচান পাড়ায় উক্ত জমিটি বেদখল করতে গেলে পাহাড়িরা প্রতিরোধ করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে বগাছড়িতে সেটলাররা পাহাড়ি সিএনজি ও মোটর সাইকেল আরোহীদের উপর হামলা চালিয়েছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

ঘটনাস্থল দ্বিচান পাড়ায় বর্তমানে পাহাড়ি ও সেটলাররা মুখোমুখি অবস্থানে রয়েছে। 

সেনাবাহিনীর একটি দলও সেখানে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *