বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে উগ্র-বাঙালী জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ২৭ জুন ২০২১ কাউখালি উপজেলায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ- সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সতেজ চাকমার সঞ্চালনায় কাউখালি থানা শাখার কলমপতি ইউনিয়নের গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি ক্যথুইমং মারমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালি থানা শাখার সভাপতি থুইনুমং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শুভ চাক্ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এক জাতির দেশ নয়, বহু জাতির দেশ।
২০১১ সালের ৩০শে জুন, পঞ্চদশ সংশোধনীর সংবিধানে বাংলাদেশে বসবাসরত জাতিসত্তা সমূহের অস্তিত্বকে অস্বীকার করে যে উগ্র-বাঙালী জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয় বিগত ১০ বছরেও তা সংশোধন করা হয়নি। সমাবেশে বক্তারা আরও বলেন, একজন বাঙালী যেমনটা মারমা হতে পারে না, তেমনি একজন মারমাও বাঙালী হতে পারে না।