বাঘাইছড়ি ও সাজেকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লাগানো পোস্টার ছিঁড়ে দিয়েছে সেনাবাহিনী!

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নের বিভিন্নস্থানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লাগানো হাতে লেখা পোস্টারগুলো সেনাবাহিনী ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৪ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশে সফরে আসেন। তবে তাকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। এরই প্রেক্ষিতে গতকাল বাঘাইছড়ি ও সাজেকের বিভিন্ন স্থানে উক্ত পোস্টারগুলো লাগানো হয়।

পোস্টারগুলোতে ‘পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার কর; সেটলারদের সমতলে ফিরিয়ে নাও; নারী ধর্ষণ বন্ধ কর; Withdraw Army From CHT; জামিনে মুক্তির পর জেলগেট থেকে গ্রেফতার চলবে না; Stop Attack on Hindus in BD; Punish Perpetrators of HR Violations; মানবাধিকার লঙ্ঘন বন্ধ কর; Release Detained UPDF Activists from Jail; Stop Extra-Judicial Killings in CHT; অপারেশন উত্তরণের নামে অঘোষিত সেনাশাসন তুলে নাও; Stop Repression of UPDF Activists; Welcome Michelle Bachelet; Stop HR Violation in CHT; আনন্দ প্রকাশ চাকমাসহ বন্দী ইউপিডিএফ সদস্যদের মুক্তি দাও; Stop Killings in Fake Encounters” ইত্যাদি শ্লোগান লেখা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গলতলী ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধি বলেন, আমি আগে সেনাবাহিনীকে অনেক শ্রদ্ধা করতাম। কিন্তু আজকে তারা যে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে তা সাংবিধানিক অধিকারেরই লঙ্ঘন। কারণ এদেশের সংবিধানে সকলের মতপ্রকাশের অধিকারের কথা বলা আছে। তবে এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে যে জুলুম চালানো হচ্ছে তা তারা নিজেরাই প্রমাণ দিয়েছেন।

ইউপিডিএফ’র সাজেক ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম আজ যেন একটি কারাগার। এখানে অবর্ণনীয় নিপীড়ন-নির্যাতন চলছে। মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। মিছিল-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। পোস্টার পর্যন্ত লাগাতে দেওয়া হচ্ছে না। অথচ ক্ষমতাসীন সরকার প্রতিনিয়ত গণতন্ত্রের বুলি আওড়ায়।

তিনি পোস্টার ছিঁড়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেয়ার দাবি করেন।

লাগানো পোস্টারগুলো এভাবে সেনা সদস্যরা ছিঁড়ে দেয়

 বি:দ্র:- প্রতিবেদনে সংযুক্ত পোস্টারিংয়ের ছবিগুলো ছিঁড়ে দেয়ার আগে বিভিন্ন স্থান থেকে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *