নান্যাচরে সেটলার কর্তৃক ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে কুদুকছড়িতে চার সংগঠনের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। নান্যাচর সদর ইউনিয়নের চিরঞ্জীত দজর পাড়া (১৭ মাইল) এলাকায় সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়িতে চার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুন ২০২২) বেলা ২টার সময় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ-এর রাঙামাটি জেলাশাখা সমূহ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন জেলা প্রতিনিধি রিপি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা সদস্য মেঘা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক জিমিত চাকমা।

বক্তারা চিরঞ্জীত দজর পাড়ায় সেটলার মো. রবিউল গং কর্তৃক ভূমি বেদখল চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, প্রশাসন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করার কারণে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলকারী সেটলাররা পাহাড়িদের জায়গা বেদখল করতে উৎসাহিত হচ্ছে। তারই প্রেক্ষিতে মো. রবিউল প্রশাসন ও মামলার ভয় দেখিয়ে নান্যাচরের চিরঞ্জীত দজপাড়া এলাকায় পাহাড়িদের জায়গা বেদখল করার অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা চিরঞ্জীত দজরপাড়াসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তারা অবিলম্বে চিরঞ্জীত দজর পাড়া (১৭ মাইল) এলাকায় ভূমি বেদখল চেষ্টাকারী মো. রবিউলকে আইনের আওতায় এনে সেখানে ভূমি বেদখল বন্ধ করা এবং ভূমি বেদখলে সেটলার বাঙালিদের মদদদান বন্ধের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *