গুইমারায় ইউপিডিএফ সংগঠককে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ চলছে


নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারায় সেনামদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুনকে হত্যার প্রতিবাদে গুইমারা, মাটিরাঙ্গা ও রামগড় এলাকায় খাগড়াছড়ি টু ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধ পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ইউপিডিএফ’র স্থানীয় নেতা-কর্মী, সমর্থকরা এই অবরোধ কর্মসূচি পালন করছে।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর ২০২২) সকাল পৌনে ১০টায় গুইমারার দেএয়ান পাড়া এলাকায় সেনামদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা অংথোই মারমাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই অবরোধ পালন করছে ইউপিডিএফ’র স্থানীয় কর্মী-সমর্থকরা। তারা সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *