খাগড়াছড়ির দেওয়ান পাড়ায় গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে ধর্ষণ বিরোধী নারী সমাজের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ি দেওয়ান পাড়ায় সাধু, জেকসন, পিন্টু ও মিশর গং কর্তৃক এক পাহাড়ি গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা সবাই বিশেষ মহলের মদদপুষ্ট একটি গ্রুপের সদস্য বলে জানা গেছে। উক্ত ঘটনার প্রতিবাদে আজ রবিবার (৩ জুলাই ২০২২) খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী নারী সমাজ বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলের পর তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে সুবিনা চাকমা বলেন, গত ২৭ জুন ভিকটিম ওই গৃহবধু দেওয়ান পাড়ায় তার বান্ধবীর বাসায় বেড়াতে যায়। তখন বান্ধবীর বাসা থেকে তুলে নিয়ে সাধু, জেকশন, পিন্টু ও মিশর কতৃক গৃহবধুকে ধর্ষণ করা হয়। উক্ত ধর্ষণ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য দুর্বৃত্তরা ১ লক্ষ ৪ হাজার টাকা দিতে রাজি হয় এবং কাউকে না জানানোর জন্য চাপ দেওয়া হয়। পরে এলাকাবাসীদের মধ্যে জানাজানি হলে গতকাল ভিকটিম থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহন করেনি। আজ আবার জর্জ কোর্টে গেলে জর্জ কোর্ট মামলা গ্রহন করে।

তিনি আরো বলেন, আজ আমাদের নারীরা কোথাও নিরাপদ নয়। এ ঘটনার আগে অনেক ঘটেছে যা আজ পর্যন্ত কোন বিচার না হওয়ার কারনে এই ধরনের ঘটনা বার বার ঘটছে । তিনি ঘটনার সাথে যারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *