
নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির কুদুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক নিরীহ ব্যক্তিকে (ভাড়ায় মোটর সাইকেল চালক) অমানুষিক শারীরিক নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
আজ সোমবার (৬ জুন ২০২২) বিকাল ৩টায় কুদুকছড়িতে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন এলাকার কার্বারী প্রতিপন চাকমা ও চিগোন্যা চাকমা এবং শিক্ষার্থী তুঙুলো চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, গতকাল রবিবার (৫ জুন ২০২২) কুদুকছড়ি বাজারের সাপ্তাহিক হাটবারের দিন দুপুরে সেনাবাহিনী বিনা কারণে মোটর সাইকেল চালক টুক্কুলো চাকমাকে ক্যাম্পে ধরে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। একজন নিরীহ ব্যক্তিকে এমন নির্যাতনের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা প্রশ্ন রেখে বলেন, আমরা কি এ দেশের নাগরিক নয়? তাহলে আমরা সাধারণ জনগণ কেন নিরাপদে থাকতে পারছি না। আমাদেরকে কেন সব সময় ভয়ভীতির মধ্যে থাকতে হচ্ছে? কেন একজন নিরীহ মানুষকে বিনা কারণে নির্যাতন করা হবে?
বক্তারা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারা সন্ত্রাস দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার নামে সাধারণ মানুষের ওপর অন্যায়-অবিচার করতে পারেন না। শত্রুতা বশত কেউ আপনাদের তথ্য দিতে পারে। কিন্তু কোন প্রকার যাচাই বাছাই ছাড়া আপনারা কাউকে বিনা কারণে আটক ও নির্যাতনের মতো অমানবিক কাজ করতে পারেন না। এটা অন্যায়। এসব কর্মকাণ্ড বন্ধ করুন।

বক্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তির কথা বলে চুক্তি করেছেন। কিন্তু শান্তি তো দিতে পারলেনই না, উল্টো এখন সেনাবাহিনীকে দিয়ে নিরীহ নিরপরাধ মানুষকে নির্যাতন করাচ্ছেন, আটক করে জেলে দিচ্ছেন। তাহলে এটাই কি আপনার শান্তির নমুনা!
সমাবেশ থেকে টুক্কুলো চাকমাকে অন্যায়ভাবে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি ও জনগণের ওপর অন্যায়-অবিচার বন্ধের দাবি জানানো হয়।
মিছিল ও সমাবেশ চলাকালে “পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও; সেনা কর্তৃক নিরীহ মোটরসাইকেল চালক টুক্কুল্লো চাকমা অমানুষিক শারিরীক নির্যাতনের জবাব চাই; পাহাড়ে সেনা-সন্ত্রাস বন্ধ কর; সন্ত্রাসী খোঁজার নামে হয়রানি বন্ধ কর; পরিত্যক্ত সেনাক্যাম্পে পুলিশ ক্যাম্প মানি না; পাহাড়ে ভুমি বেদখল বন্ধ কর; লামায় রাবার ইন্ডাস্ট্রিজের নামে ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদ ও ভুমি বেদখল বন্ধ কর” পাহাড় ও সমতলে নারী নিপীড়ন বন্ধ কর” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।