কাউখালীতে ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির কাউখালীতে ইউপিডিএফ সদস্য চাইসিউ মারমাকে গ্রেফতারের প্রতিবাদে তিন সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।

আজ শনিবার (২ জুলাই ২০২২) বেলা ২টার সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর কাউখালী উপজেলা শাখাসমূহ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে পিসিপি’র উপজেলা শাখার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা শাখার সভাপতি থুইনুমং মার্মা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ঈশা চাকমা।

বক্তারা ইউপিডিএফ সদস্য চাইসিউ মার্মাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, গতকাল দুপুরে কলমপতি  ইউনিয়নের মাগ্যামাছড়া গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে নিজ বাড়ি থেকে সেনা সদস্যরা ইউপিডিএফ সদস্য চাইসিউ মারমাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সেনারা তাকে গ্রেফতার করে ক্ষান্ত না হয়ে তার পিতাকেও অপদস্থ করেছে।

তিন সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত অধিকার আদায়ে আন্দোলনরত রাজনৈতিক কর্মীদের অন্যায়ভাবে আটক, মিথ্যা মামলা দিয়ে জেলেপুড়ে ন্যায্য আন্দোলন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু অন্যায় দমন-পীড়ন চালিয়ে ন্যায়সঙ্গত আন্দোলন স্তব্ধ করা যাবে না। পশ্চিম পাকিস্তান যেমন অবর্ণনীয় দমন-পীড়ন, হত্যাযজ্ঞ চালিয়েও পূর্ব পাকিস্তানের জনগণকে দমাতে পারেনি, তেমিন পার্বত্য চট্টগ্রামের জনগণকেও দমিয়ে রাখা যাবে না।

বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত ইউপিডিএফ সদস্য চাইসিউ মারমাকে নিঃশর্ত মুক্তি ও পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়-নির্যাতন বন্ধের দাবি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *