পার্বত্য চট্টগ্রামে আইন ও বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।
‘আমরা শান্তি ও নিরাপত্তা চাই’ শ্লোগানে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক পাইথুইমা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক রূপন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানার সাধারণ সম্পাদক রূপক চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যা চুক্তিপূর্ব পরিস্থিতির চেয়ে আরো বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। নিপীড়িত জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ইউপিডিএফ’র নেতা-কর্মীদের বিচার বহির্ভুতভাবে হত্যা, গুম করা হচ্ছে। অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। এই অন্যায়-অবিচারের হাত থেকে শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষও রেহাই পাচ্ছেন না।
সরকার পার্বত্য চট্টগ্রামে অশান্তি ও অরাজক পরিস্থিতি জিইয়ে রাখতে চায় অভিযোগ করে বক্তারা বলেন, সরকার একদিকে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে দমন-পীড়ন চালাচ্ছে, অপরদিকে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা ও মদদ দিয়ে দিয়ে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অরাজকতা সৃষ্টি করছে।
সমাবেশ থেকে আইন বহির্ভুত হত্যা, অন্যায় ধরপাকড়সহ মানবধাধিকার লঙ্ঘন বন্ধ করা, গ্রেফতারকৃত ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং পার্বত্য চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।