ফের দুর্ভাগ্য নিউজিল্যান্ডের, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

দুর্ভাগ্যই সঙ্গী হলো নিউজিল্যান্ডের। আরও একবার ফাইনালে হারতে হলো তাদের। রোহিত শর্মার ধৈর্যশীল ইনিংসের পর লড়লেন শ্রেয়াস আইয়ার। শেষে লোকেশ রাহুল ঠান্ডা মাথায় জেতালেন দলকে। একইসঙ্গে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের করে নিল ভারত।  

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। যা ৬ বল হাতে রেখে তাড়া করে ফেলে ভারত।

আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুটা করে ঠান্ডা মাথায়। উদ্বোধনী জুটিতে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র পার করে পঞ্চাশ। অষ্টম ওভারে ইয়ং ১৫ রানে বিদায় নিলে ভেঙে যায় তাদের ৫৭ রানের জুটি। রবীন্দ্রও টেকেননি বেশিক্ষণ। ৩৭ রান করে তিনি শিকার হন কুলদ্বীপ যাদবের। তিনে নামা উইলিয়ামসন ব্যর্থ হন আজ। স্রেফ ১১ রান করেন তিনি। চারে নেমে লড়তে থাকেন ড্যারিল মিচেল।  

অপরপ্রান্তে টম ল্যাথাম এসে ৩০ বল খেলে ১৪ রান করে আউট হন। এরপর ফিলিপসের সঙ্গে জুটি বাধেন মিচেল। ধীরগতিতে খেলতে থাকেন তারা। তবে বরুণ চক্রবর্তীর স্পিনে টিকতে পারেননি। ফিলিপসকে ৩৪ রানে বিদায় করে ৫৭ রানের জুটি ভাঙেন ভারতীয় স্পিনার। সাতে নামা ব্রেসওয়েল এসে লড়তে থাকেন। ততক্ষনে ৯১ বলে পঞ্চাশ স্পর্শ করা মিচেল উইকেট হারান। ১০১ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষে ৪০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংসে কিউইদের আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন ব্রেসওয়েল।

ভারতের হয়ে ১০ ওভারে ৪৫ রান খরচায় দুটি উইকেট নেন বরুণ। ৪০ রান দিয়ে সমান উইকেট পান কুলদ্বীপ। একটি করে উইকেট নেন শামি ও রবীন্দ্র যাদেজা।

রান তাড়ায় নেমে উড়ন্ত শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। তাদের উদ্বোধনী জুটি শতক ছাড়ায়। ১৯তম ওভারে গিলকে ৩১ রানে বিদায় করে ১০৫ রানের জুটিটি ভাঙেন মিচেল স্যান্টনার। তিনে নেমে বিরাট কোহলি আজ ১ রানের বেশি করতে পারেননি। তবে শ্রেয়াস আইয়ার লড়াই চালিয়ে যান চারে নেমে। ৪১ বলে পঞ্চাশ ছুঁয়ে রোহিত ৭৬ রানে বিদায় নিলে ধাক্কা খায় ভারত। রানের গতি কমিয়ে দেয় তারা।  

৬২ বলে ৪৮ রান করে শ্রেয়াস স্যান্টনারের শিকার হলে দলের হাল ধরেন রাহুল। মাঝে পান্ডিয়া এসে যোগ করেন ১৮ রান। বাকি কাজটা রাহুলই করে দেন। ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন জাদেজা। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন স্যান্টনার ও ব্রেসওয়েল। একটি করে পান রবীন্দ্র ও জেমিসন।  

দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন রোহিত। আর আসরজুড়ে ২৬৩ রান ও ৩ উইকেট নিয়ে সেরা সিরিজ সেরা নির্বাচিত হন রাচিন রবীন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *