আমার ভাই যেন সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে’, তামিমকে নিয়ে সাকিব

জন্মদিনে একটা বাড়তি আনন্দ থাকার কথা সাকিব আল হাসানের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট–সংশ্লিষ্ট কারোরই আজ মন ভালো নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যে হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।সাভারের কেপিজে হাসপাতালে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তামিম। এমন অবস্থায় তামিমকে দেখতে যাচ্ছেন তাঁর অনেক সতীর্থই। দেশের বাইরে থাকায় সে সুযোগ নেই সাকিবের।

তবে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সব সময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।

এরপর তামিমের উদ্দেশে সাকিব লিখেছেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’আজ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামেন তামিম। বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে যান তিনি। এরপর অসুস্থতা বেড়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় আনা যায়নি। কেপিজে হাসপাতালেই তামিমের হার্টে রিং পরানো হয়।

আপাতত পর্যবেক্ষণে থাকা তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব লিখেছেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’পোস্টের নিচে ‘গেটওয়েলসুনতামিম’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন এই তারকা অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *