দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই আদিবাসী কমিউনিটি সেন্টারে ১২ ফেব্রুয়ারী ২০২১ ইং বুধবার দুপুর ১২ টায় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ৭ বিশিষ্ট কমিটি উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে জসেব হাসদা কোষাধ্যক্ষ দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, বীরগঞ্জ ড্রাইভার হেলপার, তিনি আগের কমিটিকে বিলুপ্তি ঘোষনা করেন, নতুন কমিটি উদ্বোধন করেন। আদিবাসী কমিউিনিটি সেন্টারটি ২০০০ সালে নিবন্ধনকৃত রেজি নং-১৪৯৬। সম্প্রতি গত ১৬/১২/২০২০ বীরগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ড মাকড়াই আদিবাসী কমিউনিটি সেন্টারে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ৭ সদস্য বিশিষ্ট অস্থায়ী একটি কার্যকরী কমিটি গঠন হয়েছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী শিবু রাম মুরমু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিদাস মার্ডী। কমিটির সভাপতি হলেন সুলতান হেমরম ও সাধারণ সম্পাদক নিকোলাস সরেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কার্লুস কিস্কু, সহ সম্পাদক বিনোদ মুরমু , কোষ্যধক্ষ রতন মার্ডী, মহিলা বিষয়ক লক্ষী হেমরম, সামুয়েল মুরমু সাধারণ সদস্য, এসময় আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক বিশ্বনাথ মুরমু ।