প্রথমবারের মতো নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল হলেন আদিবাসী নারী

সৌমেন রায়

নিউজিল্যান্ডে গভর্নর জেনারেল ডেম সিনডি কিরো ও প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
নিউজিল্যান্ডে গভর্নর জেনারেল ডেম সিনডি কিরো ও প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডে প্রথমবারের মতো গভর্নর জেনারেলের দায়িত্ব পেলেন আদিবাসী কোনো নারী। ডেম সিনডি কিরো নামের ওই নারী দেশটির মাওরি সম্প্রদায়ভুক্ত। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ওয়েলিংটনে দেশটির পার্লামেন্টে গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। খবর রয়টার্সের।

নিউজিল্যান্ডে আলংকারিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। দেশটিতে ব্রিটিশ রাজপরিবারের হয়ে সাংবিধানিক ও আনুষ্ঠানিক নানা কাজও করতে হয় তাঁকে। এককালে ব্রিটেনের উপনিবেশ ছিল নিউজিল্যান্ড।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নিউজিল্যান্ডের অভিবাসী ও প্রান্তিক বাসিন্দাদের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন সিনডি কিরো। এ সময় মাওরি ও ব্রিটিশ পরিচয়ের কারণে নিজে গর্বিত বলে উল্লেখ করেন তিনি।বিজ্ঞাপনhttps://d88947c2bcdb8829616b1ab1782704f2.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.htmlবিজ্ঞাপন

সিনডি কিরো বলেন, ‘আমি নতুন অভিবাসী ও সাবেক শরণার্থীদের সঙ্গে যুক্ত থাকব। এ ছাড়া নিউজিল্যান্ডকে নিজেদের দেশ হিসেবে বেছে নেওয়া মানুষদের থেকে আমরা যে বৈচিত্র্যময় সংস্কৃতি পেয়েছি, সেগুলো উদ্‌যাপন করব।’

নতুন গভর্নর জেনারেলকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘আমি জানি, এই পদে প্রথম মাওরি নারী হিসেবে আপনি এটা মাথায় রেখেছেন যে আপনার কর্মকাণ্ড দেশের সব স্তরের মানুষকে অনুপ্রেরণা দেয়।’বিজ্ঞাপনhttps://d88947c2bcdb8829616b1ab1782704f2.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html

সিনডি কিরোর শিক্ষাজীবন কেটেছে নিউজিল্যান্ডের একাধিক বিশ্ববিদ্যালয়ে। তিনি ইউনিভার্সিটি অব অকল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাশাপাশি ম্যাসি ইউনিভার্সিটি থেকে নিয়েছেন এমবিএ ডিগ্রি। নিজের পরিবারের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়াও তিনি।

নিউজিল্যান্ডের জনসংখ্যার ১৭ শতাংশই মাওরি সম্প্রদায়ের। দেশটির আদিবাসী এ জনগোষ্ঠীর অনেক সদস্য সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *