নিজস্ব প্রতিবেদক
নগরীর জামাল খানে রোববার (২৯ ডিসেম্বর) চালু হলো কেএফসির আউটলেট। জমুক আরো আড্ডা আর মজা শ্লোগানে বড় পরিসরে উন্নত পরিষেবা নিয়ে যাত্রা শুরু করলো কেএফসির নতুন এই শানগরীর জামাল খানে রোববার কেক কেটে কেএফসির শাখা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।খা।
দুপুরে কেক কেটে কেএফসির শাখাটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের হেড অব ফাইনান্স রাজিব কান্তি ভৌমিক, অপারেশন ম্যানেজার রূপম প্রসন্ন ঠাকুর, হেড অব বিজনেস খন্দকার তৈয়বুর রহমান সাজ্জাদ, সিনিয়র ম্যানেজার মোমেন উদ্দিন আহমেদ, সাবেক ব্যাংকার ও ক্রীড়া সংগঠক তৌফিকুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও একদল সুবিধা বঞ্চিত শিশু কিশোর।
ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি। প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।