৩০ এপ্রিলের মধ্যে এক লক্ষ টাকা দেয়ার শর্তে চবি ছাত্র অর্পণ চাকমাকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা

আগামী ৩০ এপ্রিলের মধ্যে মুক্তিপণ ১ লক্ষ টাকা  দেয়ার শর্তে সন্ত্রাসীরা অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)-এর ছাত্র ও পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার সাধারণ সম্পাদক অর্পণ চাকমাকে ছেড়ে দিয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
দেশে করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কিছুদিন আগে বাড়িতে যান অর্পণ চাকমা।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ভাইবোন ছড়া ইউপি’র রবিজয় পাড়ার নিজ বাড়ি থেকে অপহরণ করে তাদের আস্তানা দেওয়ান পাড়ায়  নিয়ে যায়।
তাকে অপহরণের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা-প্রতিবাদ দেখা দেয়। 

তবে তাকে উদ্ধারে প্রশাসনের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি।
আজ সকালে স্থানীয় মুরুব্বী ও তার পরিবারের লোকজন অপহরণকারী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করলে প্রথমে তারা ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে আলোচনা সাপেক্ষে আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক লক্ষ টাকা মুক্তিপণ দেয়ার শর্তে অর্পণকে ছেড়ে দিতে রাজি হয় সন্ত্রাসীরা। এরপরই মুরুব্বীদের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে করোনা ভাইরাস মহামারির কারণে দেশে চলছে লকডাউন। এই অবস্থায় এক সপ্তাহের মধ্যে কীভাবে এক লক্ষ টাকা জোগাড় করবেন এ নিয়ে অর্পণের অভিভাবকরা মহা দুর্ভাবনায় পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *