খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সশস্ত্র হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করে উল্টো সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা ঊষা মারমাকে (২৬) পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই ২০২০ সকালে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তংতুল্যা পাড়ায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ওই পাড়ার বাসিন্দা কংচাইরি মারমার ছেলে ঊষা মারমা ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এরপর তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

কিন্তু গতকাল ২৯ জুলাই ২০২০, বুধবার একদল পুলিশ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। যদিও তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। তাকে বর্তমানে মানিকছড়ি থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। তবে কেন তাকে গ্রেফতার করা হলো তা জানা যায়নি।
এদিকে পুলিশের এমন ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুলিশের উচিত ছিল হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু তারা সেটা না করে উল্টো ভিকটিমকে কেন গ্রেফতার করলো তা আমাদের বোধগাম্য হচ্ছে না। অথচ ঊষা মারমার ওপর হামলাকারী সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। এটা কেমন অবিচার!
তারা উষা মারমাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা ও তার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি করেন।
অপরদিকে, লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটি আগামী ১ আগস্টের মধ্যে ঊষা মারমার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে পরদিন অর্থাৎ ২ আগস্ট ২০২০ থেকে লক্ষ্মীছড়ি বাজার বয়কটের ডাক দিয়েছে।