সেনাবাহিনীর একটি দল সাজেকের মাচলং বাজার অবরুদ্ধ করে রেখেছে। ফলে আজ (শুক্রবার) সাপ্তাহিক হাটবার হলেও লোকজন বাজারে আসতে পারেনি। আর যারা বাজারে এসেছে সেনারা তাদেরকেও তাড়িয়ে দিয়েছে।
আজকের হাটবার ভণ্ডুল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দূরবর্তী এলাকার লোকজন বাজারে মালামাল আনতে গেলে সেনারা বাধা দেয়।
এর আগে বুধবার তারা উজো বাজারও বন্ধ করে দিয়েছিল।
নীচে ছবিতে মাচলং বাজারের আজকের চিত্র: