খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সীমান্তবর্তী গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের তবলা পাড়ায় সেনাবাহিনী কর্তৃক চার গ্রামবাসীকে শারীরিক নির্যাতনের খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টা হতে ৬টার মধ্যে সাদা পোশাকে একদল সেনা সদস্য চারটি মোটর সাইকেলযোগে তবলা পাড়ার দোকানে হানা দেয়। এ সময় তাদের মদদপুষ্ট দু’জন সন্ত্রাসীও তাদের সাথে ছিল।
প্রথমের তারা দোকানটির চারদিক থেকে ঘিরে ফেলে। পরে গাড়িতে করে আরো একদল সেনা সদস্য যোগ দেয়। এরপর সেনারা দোকানে তল্লাশিসহ দোকানে থাকা স্থানীয় লোকজনকে নানা জিজ্ঞাসাবাদ ও হয়রানি করে। এক পর্যায়ে সেনারা চার গ্রামবাসীর ওপর লাঠিসোটা দিয়ে শারীরিক নির্যাতন চালায়।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন-১. আলুঅং মারমা (৩৭), পিতা- হ্লাপ্রু মারমা, ২. চাইহ্লামং মারমা (৪০), পিতা-অজ্ঞাত, ৩. কংজ মারমা (৩৫), পিতা- মংহ্লা মারমা ও ৪. আলুঅং মারমা (৪২), পিতা- কংজরি মারমা। তারা সবাই তবলা পাড়ার বাসিন্দা।
তাদেরকে নির্যাতনের পর রাত সাড়ে ৭টার দিকে সেনারা সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।