সিন্দুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক ৪ গ্রামবাসীকে শারীরিক নির্যাতনের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের ঠাণ্ডাছড়ি গ্রামে সেনাবাহিনী কর্তৃক ৪ নিরীহ গ্রামবাসীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (১৩ আগস্ট ২০২২) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নির্যাতনের শিকার হওয়া গ্রামবাসীরা হলেন- ১. কিরণজয় চাকমা (৩৩) পিতা- অজ্ঞাত, ২. কান্তিরাম চাকমা (৪২), পিতা- গৈলাসুর চাকমা, ৩. বনে রঞ্জন ত্রিপুরা (৩৫), পিতা- অজ্ঞাত, ৪. তারামণি চাকমা (৫০), পিতা- গুণ চন্দ্র চাকমা।

স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, আজ বিকাল সাড়ে ৫টার সময় মহালছড়ি জোনের অধীন ধুমনিঘাট সাবজোন থেকে সাদা পোশাক পরিহিত ৫ জনের একদল সেনা সদস্য মোটর সাইকেলযোগে ঠাণ্ডাছড়ি গ্রামে আসে। এ সময় সেনা সদস্যরা কোন কারণ ছাড়াই উক্ত ৪ গ্রামবাসীকে বেধড়ক মারধর করে আহত করে।

সেনাদের এমন অমানবিক কাণ্ডে গ্রামবাসীরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাধারণ জনগণের ওপর সেনাবাহিনীর এমন অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *