নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম ছিদিছ্যছড়া গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর ২০২২) সন্ধ্যায় এ অপহরণ ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহৃত ব্যক্তির নাম বিজ্ঞান জ্যোতি চাকমা (৫০), পিতা- মৃত মেক্তার চাকমা, গ্রাম-ছিদিছ্যছড়া, গঙ্গারাম, সাজেক ইউনিয়ন। তিনি পেশায় একজন চায়ের দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার সময় জেএসএস সন্তু গ্রুপের ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে ছিদিছ্যছড়া গ্রামে এসে বিজ্ঞান জ্যোতি চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তাকে অপহরণের কারণ জানা যায়নি।
আজ শুক্রবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি। ফলে অপহৃতের পরিবারের লোকজন উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।