নিজস্ব প্রতিনিধি।। মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদ অংথোই মারমা (আগুন)-কে শেষ বিদায় জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডএফ) ও তার সহযোগী সংগঠনগুলো।
গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর ২০২২) খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ান পাড়া নামক স্থানে সেনা মদদপুষ্ট নব্য মুখোশ সন্ত্রাসীরা অংথোই মারমাকে গুলি করে হত্যা করে।
মরহেদ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হলে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় যথাযথ মর্যাদায় তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়।
দাহক্রিয়ার আগে শহীদ অংথোই মারমার মরদেহের কফিন ইউপিডিএফ’র দলীয় পতাকায় আবৃত করা হয়।
ইউপিডিএফ, পিসিপি ও ডিওয়াইএফ’র নেতা-কর্মীরা তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শেষ বিদায় জানান। এলাকার জনগণও তাকে শেষ দেখা দেখতে কফিনে ভিড় জমান।
পরে এলাকার জনগণ মরদেহ কাঁধে বহন করে শ্মশানে নিয়ে যায়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহের দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
দাহক্রিয়া অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।