নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির লংগদু উপজেলায় আটারকছড়া এলাকায় ফেন্সি চাকমা (৩৫) নামে এক পাড়াকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে পুলিশ সঠিক কিছুই জানাতে পারেনি।
আজ রবিবার (৩ জুলাই ২০২২) সকালে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ উল্টোছড়ি গ্রামের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই
বাড়িতে তিনি একা থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফেন্সি চাকমা ইউনিসেফ পরিচালিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত পার্বত্য অঞ্চল টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ঐ এলাকার পাড়াকর্মী। তিনি বন্দুকভাঙ্গা ইউনিয়নের দেবদাস চাকমা ও স্বর্ণলতা চাকমার মেয়ে।
তিনি দীর্ঘদিন ধরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের দক্ষিণ উল্টোছড়ি গ্রামে বসবাস করে আসছেন এবং ঐ এলাকায় পাড়া কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
তিনি পাড়াকর্মীর পাশাপাশি টিউশনি করতেন বলে জানিয়েছেন আটারক ছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা। তবে তিনি ঘটনাটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে নিশ্চিত করে বলতে পারেননি।
লংগদু থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর পুরো বিষয়টি পরিষ্কার হবে।